জাতীয় সংবাদ

বাংলাদেশ-সৌদি আরব বিজনেস সামিট শুরু হচ্ছে আজ

প্রবাহ রিপোর্ট : আজ সোমবার থেকে তিন দিনব্যাপী দ্বিপক্ষীয় বিজনেস সামিট শুরু হচ্ছে। সামিটটির নাম দেওয়া হয়েছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। গতকাল রোববার গুলশানের সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই সামিটের মাধ্যমে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএবিসিসিআই-এর গ্র্যান্ড লঞ্চিং এবং বিজনেস সামিটে যোগ দিতে সৌদির মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আব্দুল হাফিজ আমির বকশের নেতৃত্বে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতি-নির্ধারণী পর্যায়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন। সামিট উপলক্ষে আয়োজিত তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ৬ অক্টোবর সৌদি প্রতিনিধি দলের সম্মানে ডিনার রিসেপশন। আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় হোটেল শেরাটনে বিজনেস সামিট অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং ৮ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে সমাপনী সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনব্যাপী আয়োজন শেষ হবে। সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি হলো। এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এছাড়া বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিযুক্ত। ভবিষ্যতে স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি, টেক্সটাইলসহ নানা খাতে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই-এর সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, আমাদের চেম্বারের লক্ষ্য শুধু সৌদি বিনিয়োগ আনা নয়, বরং সৌদি আরবে প্রতিষ্ঠিত বাংলাদেশি উদ্যোক্তাদেরও যুক্ত করে দুই দেশের ব্যবসায়িক সুযোগ আরও প্রসারিত করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button