স্থানীয় সংবাদ
বেজেরডাঙ্গায় খুঁটিতে ধাক্কা খেয়ে ট্রেনযাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ খুলনার বেজেরডাঙ্গা স্টেশনের পাশে খুটিতে ধাক্কা খেয়ে এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজাদ জানান, নিহত ব্যক্তি বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনটি খুলনা থেকে মোংলা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে যাত্রীটি লাইনের পাশে থাকা খুটিতে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় শনাক্তে খুলনা থেকে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।