স্থানীয় সংবাদ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি ঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। রবিবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় সংগঠনের খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর বিগত আওয়ামী লীগ সরকার বেসরকারি শিক্ষকদের কোনো সুবিধা দেয়নি, বরং চাকরিচ্যুতি, বরখাস্তসহ নানাভাবে হয়রানি করেছে। আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছি। জাতীয়করণ এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ৭ অক্টোবর মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায় বে-সরকারি শিক্ষক কর্মচারীদের সমাবেশের আয়োজন করা হয়েছে। বে-সরকারি শিক্ষকদের জাতীয়করণ এখন সময়ের দাবী। স্বাধীনতাউত্তর বাংলাদেশের বে-সরকারি শিক্ষক কর্মচারীদের কোন বেতন স্কেল ছিল না। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালে জাতীয় স্কেলে অর্ন্তভুক্ত করে ৫০% বেতন দিয়ে শিক্ষকদের সম্মানিত করেন। পরবর্তীতে এরশাদ সরকার ২০% দেশনেত্রী খালেদা জিয়া সরকার ১০%, শেখ হাসিনার সরকার ১০% এবং সর্বশেষ ২০০৬ সালের দেশনেত্রী খালেদা জিয়ার সরকার ১০% বেতন দিয়ে শিক্ষকদের বেতন ১০০% উন্নীত করেন। এছাড়া তিনি ২৫% উৎসব ভাতা, অবসর ভাতা ও কল্যাণ তহবিল গঠন করে প্রদানের ব্যবস্থা করেন। এরপর ২০০৮ সালে খালেদা জিয়া চীন মৈত্রী সম্মেলন কক্ষে শিক্ষক সমাবেশে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরী জাতীয়করন করা হবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে দীর্ঘ ১৭ বছর বিগত আওয়ামী সরকার বে-সরকারী শিক্ষকদের কোন সুবিধাতো দেয়নি বরং শিক্ষকদের চাকরীচ্যুতি, বরখাস্তসহ নানাবিধ হয়রানি করে। উল্লেখ্য, বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বেশিরভাগ দাবী দাওয়া কিংবদন্তি শিক্ষকনেতা অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়ার নেতৃত্বে আদায় হয়েছে। আমরা জাতীয়করনের দাবীতে ২০০২ সাল থেকে আন্দোলন করে আসছি। জাতীয়করন এখন সময়ের দাবী। এছাড়াও চাকুরীর বয়স ৬৫ বছর, অবসর প্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা অতিসত্ত্বর প্রদান, ম্যানেজিং কমিটির সাম্প্রতিক পরিপত্র বাতিল করতে হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button