স্থানীয় সংবাদ

ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

# সভাপতি রবিউল-সম্পাদক ইকতিয়ার #

স্টাফ রিপোর্টার ঃ ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন গতকাল সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশে শেষ হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ রবিউল গাজি তালাচাবি প্রতিক নিয়ে ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রেজা গাজী ভোট পেয়েছেন ১১ । সহ সভাপতি পদে নুর ইসলাম গাজী মাছ প্রতিক নিয়ে ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়। সহ সভাপতি পদে তপন কুমার সরকার মাছ প্রতিক নিয়ে ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়। সাধারন সম্পাদক পদে মোঃ ইকতিয়ার সরদার মাছ প্রতিক নিয়ে ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রেজাউল বিশ্বাস ভোট পেয়েছেন ৯৪,। সহ সাধারন সম্পাদক পদে ডাঃ আবু হানিফ মাছ প্রতিক নিয়ে ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়। সহ সাধারন সম্পাদক পদে রুহুল আমিন রাজিব তালা চাবি প্রতিক নিয়ে ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয় । সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামাল হোসেন তালা চাবি প্রতিক নিয়ে ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়। দপ্তর সম্পাদক পদে মাছ প্রতিক নিয়ে মোঃ হুমায়ুন মোড়ল ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। কোষাধক্ষ পদে ডাঃ মোন্তাজ উদ্দীন মাছ প্রতিক নিয়ে ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মাছ প্রতিক নিয়ে মোঃ নাছিম মোড়ল, আলমগীর মিয়া, আঃ ছাত্তার, মেহেদী মিনা, ও আকবার গাজী বিজয়ী হয়। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সরদার ফজলুর রহমান , সদস্য সচিব গাজী মোর্শেদ মামুন ও সদস্য ছিলেন বাবুল রেজা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button