বিনোদন

যে কারণে গান ছাড়লেন তাহসান

প্রবাহ বিনোদন : জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান সঙ্গীতজগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছুদিন পরই হয়তো এই জগত থেকে সরে যাবেন। তবে কেন এমন সিদ্ধান্ত, সেটির ব্যাখ্যা দিলেন তিনি নিজেই। গত রোববার সন্ধ্যায় রাজধানীতে এক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত ইভেন্টে অংশ নেন তাহসান। ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। সেখানে উপস্থিত অতিথিদের গান শোনান এ শিল্পী। এ সময় ভক্তদের মনে প্রশ্ন জাগে-এটাই কি তাহসানের শেষ পারফরম্যান্স? উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন, গান থেকে সরে যাওয়ার বিষয়টি কি সত্যি এবং এটি কি তার চূড়ান্ত সিদ্ধান্ত? জবাবে তাহসান বলেন, আমি নিশ্চিত নই যে এটি বলার সঠিক মঞ্চ কি না। কারণ মঞ্চে বলা আমার কথার অংশবিশেষ নিয়ে অনেক সময় নতুন খবর তৈরি হয়ে যায়। তাই আমাকে সতর্ক থাকতে হয়। তবে একটি বিষয় বলতে পারি-অনেক বছর আগে আমার ভাই বলেছিলেন, সঙ্গীতশিল্পীদের জন্য ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ শুরু করেছিলাম। তিনি আরও বলেন, ভাইয়ের কথায় একটা বিষয় শিখেছিলাম-শিল্পীর ক্যারিয়ার ক্ষণস্থায়ী হলেও শিল্পকর্ম থেকে যায় দীর্ঘকাল। তাই ভেবেছি, মানুষের ভালোবাসার শিখরে থাকতে থাকতে বিদায় নেওয়াই ভালো। কারণ দেখেছি, অন্য পেশায় অবসরের সুযোগ থাকে। কিন্তু শিল্পীজীবনে একসময় মানুষ ভুলে যায়। সেই ভোলার ক্ষতের চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া শ্রেয়। তাহসানের এই সিদ্ধান্তে ভক্তরা হতাশ হলেও তিনি মনে করেন, নিজের শিল্পীসত্তাকে সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button