শিরোমনিতে সেচ্ছাসেবকলীগ নেতার জোরপূর্বক চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানার শিরোমণিতে জোরপুর্বক চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগি শিরোমণি পশ্চিমপাড়ার জামিল শেখ এর পুত্র শেখ নাজির আহম্মেদ খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, শেখ সাইদুর রহমান এর পুত্র সেচ্ছাসেবকলীগ নেতা শেখ খালিদ হাসান (তুহিন)- নাজির আহম্মেদ এর তিন শরিকের যৌথ (ইজমালি) ৮ ফুট চলাচলের রাস্তার উপর জোরপূর্বকভাবে গরুর গোয়ালঘর নির্মাণ করছে। এ বিষয়ে বাদীর মাতা সাবিহা বেগম উক্ত বিবাদীকে রাস্তার উপরে গোয়ালঘর স্থাপন করার কারণ জ জানতে চায় এবং বলে চলাচলের জন্য ৮ ফিট রাস্তার জায়গা থাকছে না, ৮ ফিট রাস্তার জায়গা রেখে ব্যক্তিগত জায়গায় গোয়ালঘর অথবা অন্যান্য স্থাপনা করার কথা বললে বিবাদীরা কোন কথার কর্ণপাত না করে জোরপুর্বক উক্ত রাস্তার জায়গায় গোয়ালঘর স্থাপনা তৈরি করে। ভুক্তভোগিরা চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা বন্ধ করার জন্য প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।