স্থানীয় সংবাদ
শরণখোলায় সুপারি গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলায় সুপারি গাছে সুপারি পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির আকন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা হুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির আকন একই গ্রামের মৃত হালিম আকনের ছেলে। স্থানীয় জিয়াউল হাসান হাওলাদার জানান,সকালে নিজেদের বাড়ির সুপারি গাছে সুপারি পাড়তে ওঠে জাকির আকন। এসময় সুপারি গাছ থেকে নামতে গিয়ে বৈদ্যুতিক তারের উপরে পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ ঝুলে থাকার পর মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে জানান। নিহত জাকিরের স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। এদিকে জাকিরের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।