স্থানীয় সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলেকে চেকের মাধ্যেেম নগদ অর্থ প্রদান

আবু-হানিফ,শরণখোলা,বাগেরহাট প্রতিনিধি ঃ সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুল জমাদ্দারকে চেকের মাধ্যেেম নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সুন্দরবন পূর্ব বন বিভাগের বিবাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আহত সাইফুলের কাছে এক লক্ষ টাকার চেক প্রদান করেন। এসময় সহকারি বন সংরক্ষক রানা দেব উপস্থিত ছিলেন। সহায়তাপ্রাপ্ত সাইফুল জমাদ্দার মোংলা উপজেলার জয়মনি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ২০২৪ সালের ৭ অক্টোবর স্থানীয় পশুর নদীতে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে গুরুতর আহত হন তিনি। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে প্রাথমিক চিকিৎসা ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পরে সাইফুল সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ‎পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুসারে ক্ষতিপূরণ হিসেবে সাইফুলকে এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যারা মূলত বন বিভাগের সকাছ থেকে অনুমতি নিয়ে বনে যায়, তারা বন্য প্রাণি দ্বারা আহত হলে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে। তবে কেউ যদি অবৈধভাবে বনে প্রবেশ করে ক্ষতিগ্রস্থ হয় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button