বাড়ীর মহিলা কেয়ারটেকারের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার, ডলারসহ প্রায় ২৭ লক্ষ টাকা লুটের অভিযোগ

# মীরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোডে প্রবাসীর বাড়ীতে দুর্র্ধর্ষ চুরি #
# কেয়ারটেকার সুরাইয়া, নাসরিনসহ অজ্ঞাত ২/৩ জনের নামে আদালতে মামলা
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধিন মীরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোডে আমেরিকা প্রবাসী নিগার সুলতানার বাড়ীতে দুর্র্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বাড়ীর মহিলা কেয়ারটেকার সুরাইয়া আক্তার (২৪) ও মোসা: নাসরিন আক্তারের (৪৮) বিরুদ্ধে নগদ টাকা,স্বর্ণালংকার, বিদেশী ডলারসহ প্রায় ২৭ লক্ষ টাকা মালামাল চুরির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বাড়ীর মালিক আমেরিকায় অবস্থানকালে প্রতারণার মাধ্যমে ব্যবসার কৌশলে সাড়ে ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের খানজাহান আলী আমলী আদালতে কেয়ারটেকার সুরাইয়া আক্তার (২৪) ও মোসা: নাসরিন আক্তার(৪৮)সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ৩৮১/৩৪ ধারায় অভিযোগ দায়ের করেছে।
মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযুক্ত সুরাইয়া আক্তার (২৪) ও মোসা: নাসরিন আক্তার(৪৮) দীর্ঘ ১০ বছরের বেশি দিন যাবত আমেরিকা প্রবাসী নিগার সুলতানার বাসায় দেখাশুনার কাজ করতো। সম্প্রতি তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসে তার ব্যবহারিক গহনাগুলো আলমারির ভিতরে রেখে দেন যা বাড়ীর কেয়ারটেকার জানতেন। গত ২৬/০৯/২০২৫ তারিখ বিকালে প্রবাসী নিগার সুলতানা তার মায়ের বাড়িতে যায়। পরবর্তিতে ২৮/০৯/২০২৫ তারিখ রাত্র অনুমান ৮টায় বাড়ী ফিরে এসে দেখে ঘরের আলমেরীর তালা ভাঙ্গা। আলমেরীর ভিতর রাখা আমার নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, আমেরিকান ১০০ ডলার সমমানের ৭০ পিচ যাহার বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য ৮ লক্ষ ৪৪ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের বালা, ২ টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের চূড়া হার ও ১ জোড়া কানের দুল যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকাসহ চোরাই মালামালের মূল্য সর্বমোট ২৬,৭০,০০০/- (ছাব্বিশ লক্ষ সত্তর হাজার) টাকা আলমেরী ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে নিগার সুলতানা দেশের বাহিরে আমেরিকা থাকা কালিন সময়ে ব্যবসায়িক পার্টনারের কাছে পাওনা টাকার মধ্যে থেকে স্বাক্ষর করে গত ১৫/০৪/২০২৫ নগদ ৫০০,০০০/- টাকা, ৪/০৫/২০২৫ তারিখে ১,০০,০০০/- টাকা এবং ০৭/০৫/২০২৫ তারিখে ১,৫০,০০০/-টাকাসহ মোট ৭,৫০,০০০/- টাকা কৌশলে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে ভুক্তোভোগী নিগার সুলতানা চোরাইকৃত স্বর্ণের ক্রয়ের রশিদ ও ছবিসহ প্রমাণাদি দিয়ে বিজ্ঞ আদালতে একটি অভিযোগ দাখিল করেছেন।