স্থানীয় সংবাদ

খুলনায় বিশ্ববসতি দিবসের আলোচনা সভায় মুজিব বর্ষের লিফলেট বিতরণ নিয়ে জনতার ক্ষুব্দ প্রতিক্রিয়া

# ভুলবশতঃ পুরানো লিফলেট বিতরণ হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে : কেডিএ চেয়ারম্যান
# দায় নিতে হবে পরিকল্পনা শাখার দায়িত্বরতদের #

স্টাফ রিপোর্টার ঃ বিশ্ববসতি দিবস উপলক্ষে খুলনা ্উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সোমবার সকালে নগরীতে র‌্যালী ও শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। সভাপতিত্ব করেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি। সভা চলাকালিন সময় কেডিএ’র স্টাফরা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে মুজিব বর্ষের লিফলেট বিতরণ করেন। যাতে শেখ মুজিবরের ছবি ছিল। সভায় অংশ নেয়া কেসিসির সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) সেলিমুল আজাদ বলেন, মুজিববাদের আস্তানা খুলনার প্রতিটি অফিসে রয়েছে। তারা জুলাই প্রেমিকদের কোন ভাল কাজই সঠিকভাবে করতে যাতে না পারে সে জন্য ষড়যন্ত্র করে চলেছে। এক বছর আগে মুজিববাদচক্র পালিয়ে গেলেও কিভাবে সেই লিফলেট আবার জণগণের মাঝে ফেরত এলে-তা ভাবতেই অভাক লাগে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তার তদন্ত করে দোসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান এই কর্মকর্তা। সভায় অংশ নেয়া ডিপ্লোমা প্রকৌশলী এসকে মাহমুদ আলম বলেন, এত বড় একটি সভায় বঙ্গবন্ধু প্রতিকৃতি ছবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। ফ্যাসিস্ট পালিয়ে গেলেও কেডিএতে তাদের দোসররা ঘাপটি মেরে রয়েছে। বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। অনুষ্ঠানে আসা প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত প্রথমে কোন কথা বলতে রাজি হননি। পরে অনেক অনুরোধের পর তিনি বলেন, এটা ( মুজিব বর্ষের লিফলেট বিতরণ করা) দায়িত্ব অবহেলার সামিল। এটা তাদের দেখা উচিত ছিল। কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি বলেন, ভূলক্রমে পুরানো লিফলেট বিতরণ করা হয়। জানার পর তা ফেরৎ নেয়া হয়। ভূলক্রমে এ লিফলেট বিতরণ করার জন্য তিনি ক্ষমা প্রার্থী। একই সাথে এই ভূলের বিষয়টি খতিয়ে দেখবো। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। কেডিএ’র পরিকল্পনা শাখার প্রচারনা ছিল এই লিফলেটটি। সংশ্লিষ্ট শাখায় কর্মরতদের মধ্যে এই কাজ কে বা কারা করেছে তা তদন্ত করলেই বের হয়ে আসবে আসল রহস্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button