স্থানীয় সংবাদ

রূপসা নদীতে সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ডুবি

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসা নদীতে মেরামত কাজের জন্য নোংগরকৃত সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ তলিয়ে গেছে। রোববার রাত থেকে জাহাজটি কাস্টমঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ড লাগোয়া নদীতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। আজ সোমবার পুরোপুরি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি খুলনায় ‘রেইনবো ট্যুরস’ নামে সুন্দরবনে ট্যুরিস্ট কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিল।
জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড। তিনি বলেন, জাহাজটি সম্প্রতি সুন্দরবনে ৩ দিনের ট্যুর শেষে মেরামত কাজের জন্য কাস্টমঘাটে অবস্থান করছিল। জাহাজে এসি এবং বাথরুমের কাজ করা হচ্ছিল। কিন্তু মিস্ত্রির অসাবধানতার কারণে বাথরুমের পাইপ লাইন খোলা থাকায় পানি ঢুকে যায়। বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারায় এক পর্যায়ে ডুবে যায়।
রেইনবো ট্যুরস’র মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল বলেন, জাহাজটি মেরামতের জন্য বাংলাদেশ শিপ বিল্ডার্স নামক তাদের নিজস্ব ডকইয়ার্ডে অবস্থান করছিল। এ অবস্থায় গোসলের পানি লোড দেওয়া ছিল। ফলে একদিকে কাত হয়ে ঢেউয়ের পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। এতে তাদের বড় ধরণের ক্ষতি হলো। তবে, জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, জাহাজ ডুবির ঘটনাটি বনাঞ্চল এলাকায় না হওয়ায় এটা নিয়ে বন বিভাগের তেমন কিছু করার নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button