খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে এক যুবককে গুলি করে হত্যা

# খুলনায় আবারও খুন #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ইমরান মুন্সী (৩৪) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ৮টার দিকে খুলনা সদর থানাধীন ১নং কাস্টম ঘাট এলাকায় একটি ইটের অফিসে মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ ইমরানকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইমরান নগরীর মুন্সী পাড়া ২য় লেন এলাকার বাসিন্দা মৃত বাবুল মুন্সীর পুত্র৷ খুলনা কেএমপি সহকারি কমিশনার ( মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে নিহত ইমরান একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিল । তার বিরুদ্ধে থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী ‘বি’ গ্রুপের সক্রিয় সদস্য। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। তিনি আরও বলেন, নিহত ইমরান মুন্সি কেএমপির তালিাকাভুক্ত সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলো। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা রয়েছে।