জাতীয় সংবাদ

কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে: সারজিস

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে, তবে তাদের এ দায়িত্বের প্রয়োজন নেই। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, যারা এভাবে দায়সারা দায়িত্ব পালন করতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট পৃথিবীতে নেই। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই। যেকোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, সবকিছু যাচাই-বাছাই করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button