নগরীতে তিন অপহরণকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ খুলনায় মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) নামে এক তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে সাতরাস্তার মোড় গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের এক তরুণকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাকে হত্যার ভয় দেখিয়ে নগদ ২৪ হাজার টাকা ও পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয় অপহরণকারীরা। পরে আরও ৫ লাখ টাকা দাবি করে তারা। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে জীবনের ভয়ে মুস্তাসিম তাদের দাবির সঙ্গে আপস করলে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী মুস্তাসিম মঙ্গলবার খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। এর আগে অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ গত রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকার পশ্চিম বানিয়াখামারে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- রমজান আকন (২৮), ফেরদাউস (৩০) ও মনিরুজ্জামান (২৪)।