স্থানীয় সংবাদ
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : জেলার ডুমুরিয়ায় রাস্তা পারাপারের সময় মাহেন্দ্র’র ধাক্কায় মো. সাইমন হাসান (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় কাগজিপাড়া মোড়ে বানিয়াখালি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাইমন হাসান কাগজিপাড়া গ্রামের শেখ এনামুল কবিরের ছেলে। সে কাগজিপাড়া আলামিন তাহফিজুল কুরআন মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টার দিকে সাইমুন ও তার কয়েকজন সহপাঠীরা মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় সে বানিয়াখালীগামী মাহেন্দ্র গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার এসআই নিয়াজ মাহমুদ জানান, মাদ্রাসা ছাত্র সাইমন হাসান বানিয়াখালীগামী নিয়ন্ত্রণহীন একটি মাহেন্দ্র’র চাপায় নিহত হয়েছে।