স্থানীয় সংবাদ

কেডিএ’র চেয়ারম্যানের সাথে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিগ্রেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সাথে ৭ অক্টোবর, মঙ্গলবার, সকাল সাড়ে ১১টায় জাতীয় মুক্তি কাউন্সিল, গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক বিপ্লবী জোট, বাংলাদেশ লেখক শিবির এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এম হুমায়ুন কবির, মুনির চৌধুরী সোহেল, হংস শুভ্র হালদার, বরকত আলী, মুহাম্মদ নুরুজ্জামানসহ অনান্য নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে কেডিএ চেয়ারম্যান এর হাতে ‘স্মারকলিপি’ প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, খুলনার উন্নয়নে কেডিএ’র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমরা মনে করি। উন্নয়নের ব্যয় জনগণের করের টাকা এবং দেশি-বিদেশি ঋণের মাধ্যমে ব্যয় হয়। খুলনাকে একটি পরিকল্পিত বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ’র দায়িত্ব ও কর্তব্য অনস্বীকার্য। কিন্তু দুঃখের বিষয় বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে যে মেগা প্রকল্পগুলি নেয়া হয়েছে, তার বৃহৎ অংশ দলীয় কর্মীদের লুটপাটের সুযোগ করে দিয়েছে, যা পত্রিকা ও গণমাধ্যমে প্রতিদিনের চিত্রে দেখা যাচ্ছে। কেডিএ’তে দীর্ঘ ১৫ বছর বিসি কমিটির সদস্য হিসেবে দলীয় বিবেচনায় আওয়ামী লীগের নেতানেত্রীদের বসানো হয়েছিল। তাদের পৃষ্ঠপোষকতায় কেডিএ’তে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের জন্ম হয়েছিল। ফ্যাসিবাদের ভয়ে সাধারণ মানুষ তাদের কোনো সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বলতে পারতেন না। বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিবেশে সাধারণ মানুষ এখন নির্ভয়ে তাদের অভিযোগ এবং দুর্দশার কথা বলার স্বাধীনতা পেয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদের সংগ্রামে আমরা ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। আমরা আশাবাদী কেডিএ একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়িয়ে রাজনৈতিক চাপহীনভাবে কাজ করতে পারছে। স্মারকলিপিতে আরো বলা হয়, দীর্ঘ ১৫ বছরে বিগত আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যেসকল কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি এবং জনগণের ভোগান্তির সাথে জড়িত ছিল, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা নিতে হবে। কেডিএ’কে জনকল্যাণমূলক দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button