স্থানীয় সংবাদ

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

তথ্য বিবরণী ঃ মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী মঙ্গলবার রাত সাড়ে আটটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শহীদ আবরার ফাহাদ মেধাবী ছাত্র ছিলেন। জুলাই বিপ্লবের যে চেতনা, তার বীজ বপণ করেছিলেন আবরার ফাহাদ। তার দেখা বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছে জুলাইযোদ্ধারা। দেশকে নিয়ে যে এত গভীরভাবে চিন্তা করা যায় তা আবরার ফাহাদের লেখনির মাধ্যমে বোঝা যায়। তিনি চেয়েছিলেন সুন্দর একটি সমাজ, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আবরার ফাহাদ আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জুলাইযোদ্ধা সাইফ নেওয়াজ, আহমদ হাসীম রাহাত, সাজিদুল ইসলাম বাপ্পী প্রমুখ বক্তৃতা করেন। এতে স্বাগত বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button