খালিশপুরে ৩০পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর খালিশপুর থানাধীন বৈকালি বেঙ্গল পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর হতে সোমবার বিকালে মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী- মুজগুন্নি বাসস্ট্যান্ড এলাকার জনৈক এক বাড়ী মালিকের ভাড়াটিয়া বাদল সরদারের পুত্র নাঈম সরদার সাগর (২২)। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ৮)। মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করছেন, খালিশপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বৈকালি বেঙ্গল পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারীকে দাঁড়িয়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে তল্লাশি করে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই পলাশ কুমার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং-৮)।