বিভিন্ন স্থানে জাতীয় কন্যা শিশু দিবস পালন

প্রবাহ ডেস্ক
“আমি কন্যাশিশু-স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ডুমুরিয়া
দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, পরিসংখ্যাণ কর্মকর্তা মোঃ আবু হাসান শেখ, দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী, সমাজ সেবক মুফতি আব্দুল কাউয়ুম জমার্দ্দার, জামাতে ইসলামীর যুব সংগঠনের এস এম আলমগীর হুসাইন, ছাত্র সমন্বয়ক তৌকির আহমেদ সাগর প্রমুখ।
ঝিনাইদহ
দিবসটি উপলক্ষে বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার কন্যা শিশু, অভিভাবক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। সভায় ব্যক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোজাম্মেল করিম, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ মনোয়ার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সহকারী জেলা প্রশাসক মোঃ মেহেদী হাসান সাগর, জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তোহরা বেগম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান।