দিঘলিয়ার জনৈক আলেমের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মাওলানা মুফতি মানছুরের খুলনা নগরীর মানিকতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয়েছে। তিনি লাখোহাটি গ্রামের মোঃ হাফিজ আকুঞ্জীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে মাওলানা মানছুর ইজিবাইকযোগে খুলনা থেকে আসার পথে খুলনা নগরীর মানিকতলা নামক স্থানে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় তিনি মারাতœক আহত হন। লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মরহুমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গোটা বারাকপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ বাড়িতে নিয়ে এলে স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। রাত ৯ টায় মরহুমের নিজস্ব বাসভবনে দাফন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এ অকাল মত্যুতে লাখোহাটি গ্রামের সর্বস্তরের মানুষ শোক ও মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।