স্থানীয় সংবাদ

অসুস্থ বিএনপি নেতা নান্নুর শয্যাপাশে মহানগর সভাপতি শফিকুল আলম মনা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও দলের নিবেদিতপ্রাণ নেতা নাজির উদ্দিন নান্নু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দলের এই ত্যাগী ও পরিশ্রমী নেতার অসুস্থতার খবর পেয়ে বুধবার (৮ অক্টোবর) বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, খানজাহান আলী থানা বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য কাজী ওয়াইজ উদ্দিন সান্টু। শফিকুল আলম মনা অসুস্থ নান্নুর শয্যাপাশে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “নান্নু ভাই আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। দলের সংকটে তিনি কখনো পিছপা হননি। আন্দোলন-সংগ্রামে তাঁর নেতৃত্ব ও সাহসী ভূমিকা খুলনা নগরীর রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ তাঁকে এমন অবস্থায় দেখে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। একজন সহযোদ্ধার অসুস্থতা যেন নিজের শরীরেও ব্যথা জাগায়। তিনি আরও বলেন, “নান্নু ভাই ছিলেন তৃণমূলের মানুষের নেতা। তাঁর মতো সৎ, পরিশ্রমী ও নিঃস্বার্থ সংগঠক আজকের রাজনীতিতে বিরল। দলের জন্য তাঁর অবদান আমরা কোনোদিন ভুলবো না।” শফিকুল আলম মনা নাজির উদ্দিন নান্নুর দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আমাদের প্রিয় নেতা নাজির উদ্দিন নান্নুকে মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দিন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button