আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড এর নির্বাচনী কর্মিসভা গতকাল বিকাল ৪ টায় আনন্দ নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান আবুল বাশার।সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সৈয়দ জাকির হোসেন, মিয়া ফরহাদ, জাকারিয়া মাহমুদ পিটো, ওবায়দুর রহমান চয়ন, মনিরুল ইসলাম মিন্টু, সবুজ, ছাত্রদল জি এম মন্জুরুল ইমাম, ইউপি সদস্য রাজিয়া বেগম, ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির সভাপতি রবিউল ইসলাম, আঃ সালাম প্রমুখ।