জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর নির্দেশিত সৎ লোকের শাসনের নমুনা ইতোপূর্বে দেখিয়েছে : মাওলানা আবুল কালাম আজাদ

# পাইকগাছা পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর নির্দেশিত সৎ লোকের শাসনের নমুনা ইতিপূর্বে দেখিয়েছে। চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর দু’জন শীর্ষ নেতা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওই ৫ বছরের শাসনামলে এক টাকারও কোন দুর্নীতি জামাতের ঘোরতর দুশমনরাও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পায়নি। আগামীতে জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা সততার সাথে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহর নির্দেশিত পথে জনগণের আমানত যথাযথভাবে সংরক্ষণ করব। তিনি আরও বলেন, অতীতে অনেক দলকে ক্ষমতায় দেখেছেন। এবারে জামায়াতে ইসলামীকে দেখেন। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারি বরাদ্দের জনগণের আমানত যথাযথভাবে কল্যাণের কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ্। বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী খুলনা-৬ আসনের পাইকগাছা পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
পাইকগাছা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ডা. জি এম আসাদুল হক, নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মো. মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মো. সফিয়ার রহমান, কর্ম পরিষদ সদস্য ডা. আলী নেওয়াজ, পৌর যুব সহ-সভাপতি তামিম রায়হান, পৌর যুব বিভাগের সেক্রেটারি মুজাহিদ ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি নাজমুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মুরশাফুল, যুব বিভাগের ৪নং ওয়ার্ড সভাপতি নাজমুজ সাকিব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন বাস্তবায়ন চায়, সৎ লোকের শাসন চায়। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
স্থানীয় দোকানপাট, গলি, পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোন ও তরুণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। তিনি এলাকাবাসীর দুঃখ-কষ্ট ও সমস্যা শুনে আগামী দিনে পাইকগাছা পৌরসভার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, কার কি ভোগান্তিতে আছে সব কথা শুনেন ‘আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব এবং আপনারা যদি আমার পাশে থেকে দাঁড়িপাল্লার সমর্থনে কাজ করেন তাহলে পাইকগাছা পৌরসভাকে একটি রোল মডেল পৌরসভা হিসেবে পরিণত করব ইনশাআল্লাহ এই সময় প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত ও ছাত্রশিবিরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ।