মোল্লাহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অভিযুক্ত শিপন মোল্লা একই গ্রামের ইসরাফিল মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮:৩০ টায় উপজেলার আস্তাইল গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগে ভুক্তভোগীর পরিবার জানায়, তাদের কন্যা(১০) প্রতিদিনের ন্যায় আজও সকাল ৭ টায় পার্শ্ববর্তী ঋতু সরকারের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে সকাল ৮:৩০টায় বাড়ি ফেরার পথে বাড়ির পেছনের রাস্তার বাগানের কাছে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা শিপন মোল্লা তার হাতে থাকা দেশিয় অস্ত্র (হাসুয়া) দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের উদ্দেশ্যে তাকে জোরপূর্বক টেনে হিচড়ে বাগানের মধ্যে নিয়ে যায়। এসময় তার ডাক চিৎকার শুনে একই গ্রামের আবু তালেব, বাবলু মোল্লা, মিরাজ মোল্লা সহ কিছু লোক ছুটে আসেলে তাদের দেখে আসামী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও মোল্লাহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্ত শিপন মোল্লা এলাকারই একজন পরিচিত ছেলে। তার পরিবারের বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ রয়েছে।
ছাত্রীর পরিবার এবং স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপত্তা এবং সুবিচারের জন্য দাবি জানিয়েছেন। তারা এ ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক জানান, বাদী পক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু পুর্বক আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।