স্থানীয় সংবাদ

পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই এদেশে ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব : খান গোলাম রসুল

দিঘলিায় (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক পরিচালক বিশিষ্ট শ্রমিক নেতা খান গোলাম রসুল বলেছেন জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমেই কেবল এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের চাওয়া একটা ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। যেখানে ঘুষ, দুর্নীতি, দখলদারী, চাঁদাবাজী ও লুটপাটের কোনো স্থান থাকবেনা।
তিনি দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ মাগরিব দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে এক মতবিনিময় ও সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া জামায়াতে ইসলামীর সবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাসলিম হাসান টুটুল, উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুল্লাহ মানসুর,। এ অনুষ্ঠানে বিশিষ্ট আলেম মাওলানা মুজিবর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন মোঃ ইলিয়াস হুসাইন উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও নির্বাচনে প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই গণঅভ্যুত্থানে শহীদসহ সকল খুন, গুম ও গণহত্যার বিচারের দাবীর উপর বক্তব্য রাখেন মোঃ আবু ইউসুফ, মোঃ রইসুদ্দীন
,মোল্যা মাকসুদুল ইসলাম, মকবুল হোসেন, দাউদ আলী সরদার, নুর ইসলাম মোড়ল, শেখ রওশন আজাদ, শওকাত আকবর প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button