এবার নোয়াখালী বিভাগ চাইলেন পলাশ

প্রবাহ বিনোদন : নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষ। একাধিক উপজেলায় বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধের কর্মসূচি চলছে কয়েক সপ্তাহ ধরে। এবার সেই দাবিতে সরব হয়েছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া পলাশ গত বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানান। পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’ পলাশের এমন সরব অবস্থান মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার ভক্ত ও নোয়াখালীবাসী পোস্টটির নিচে মন্তব্য করে ব্যাপক সমর্থন জানান। পলাশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। ব্যক্তিগতভাবে ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও রেখেছেন সরব উপস্থিতি। একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন পলাশ। ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে তার উল্লেখযোগ্য অংশগ্রহণ।