বিজেএ’র নির্বাচন : ১৮ অক্টোবর

# ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড গঠিত #
# নারায়ণগঞ্জ ও দৌলতপুরে মোট ভোটার : ৮০০, অর্ডিনারী : ৩১৭, এসোসিয়েট : ৪৮৩ #
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৮ অক্টোবর বিজেএ নারায়ণগঞ্জ ও দৌলতপুর খুলনা অফিস অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে, মো. মমিনুল হককে চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন মিয়াকে সদস্য সচিব ও সদস্য যথাক্রমে- শংকর কুমার দাস ও মো. জাহাঙ্গীর হোসেনকে নিয়ে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর (শনিবার) বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সকাল ১০-১টা এবং দুপুর ২-৪ টা পর্যন্ত বিজেএ নারায়ণগঞ্জ ও দৌলতপুর খুলনা অফিসে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে, নির্বাচন পরিচালনার জন্য চেয়ারম্যান, সদস্য সচিব ও দুই জন সদস্যের সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। অর্ডিনারী গ্রুপে মনোনয়ন গ্রহন করেন ২৮ টি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীগণ। যথাক্রমে- মেসার্স আরজু জুট ট্রেডার্স, মেসার্স মাসুদ জুট বেলিং কোং, মেসার্স আরমান জুট ট্রেডিং, মেসার্স এ.আর. জুট ট্রেডিং, মেসার্স আবু দাউদ ট্রেডার্স, মের্সাস অগ্রণী পাট সংস্থা, মেসার্স বিশ্বাস জুট ট্রেডিং, ঢাকা ট্রেডিং হাউস লি., এফ.আর. জুট মিলস লিমিটেড, মেসার্স গাজী জুট ইন্টারন্যাশনাল, মেসার্স জে.এইচ. জুট ট্রেডিং, মের্সাস খন্দকার আলমগীর কবির, মো. আইয়ুব হোসেন, মের্সাস মৌসুমি জুট ইন্টারন্যাশনাল, মেসার্স নাহিয়ান জুট বেলিং, মেসার্স নেক্সসি জুট ট্রেডিং, মেসার্স নাবিদ এন্টারপ্রাইজ, মেসার্স পিনিতা ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স পূরবী ট্রেডিং, মেসার্স সাত্তার জুট এন্টারপ্রাইজ, মেসার্স সারতাজ ট্রেড ইন্টারন্যাশনাল, সবুজ বাংলা (জুট) লি:, মেসার্স শিবশা জুট বেলিং, মেসার্স শামীম আহমেদ, এস.এম. হাফিজুর রহমান, শেখ ইমাম হোসেন, মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং ও মের্সাস জেমস এন্টারপ্রাইজ। অপরদিকে, এসোসিয়েট গ্রুপে মনোনয়ন গ্রহন করেন ১৩ টি প্রতিষ্ঠান। যথাক্রমে- মেসার্স এ.টি.এম. জুট বেলিং, মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, মের্সাস অনিরাকা ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স আমেনা এন্টারপ্রাইজ, মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ, মেসার্স মায়ান জুট ট্রেডিং, মুজাহিদুল ইসলাম, মোঃ নূর ইসলাম, মের্সাস মোঃ আলমগীর খান, মেসার্স রঞ্জন কুমার দাস, আর.এস.কে. জুট, শেখ কলিঞ্চ এবং মেসার্স এস.এম. সাইফুল ইসলাম। এরমধ্যে, অর্ডিনারী গ্রুপে ৩ টি প্রতিষ্ঠান মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং এসোসিয়েট গ্রুপের ৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর আগে, গত ২৮ আগষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেন। ৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা উপর আপত্তি দাখিলের শেষ সময় ছিল। ৭ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকার উপর আপত্তি শুনানি এবং নিষ্পত্তির সময় ছিল। ১০ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৮ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহনের শেষ তারিখ ও সময় ছিল। ওই দিনই নির্বাচন বোর্ড কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। ২১ সেপ্টেম্বর ছিল বৈধ মনোনয়নের তালিকা প্রকাশ করে বোড। ২৪ সেপ্টেম্বর নির্বাচন বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন আপিল বোর্ড আপিল দাখিলের তারিখ ও সময়। ২৮ ছিল সেপ্টেম্বর নির্বাচন আপিল বোর্ড কর্তৃক আপিল শুনানি এবং নিষ্পত্তির তারিখ ও সময়। ৩০ সেপ্টেম্বর বৈধ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ৭ অক্টোবর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং সময় এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আগামী ১৮ অক্টোবর বিজেএ নারায়ণগঞ্জ ও দৌলতপুর খুলনা অফিস অনুষ্ঠিত হবে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
এ বিষয়ে অর্ডিনারী সদস্য প্রার্থী ও মেসার্স গাজী জুট ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারি গাজী শরিফুল ইসলাম ওহিদ জানান, বিগত ২০১১ সালের পর থেকে যে নির্বাচন বা কমিটি হয়েছে, সেই কাজে সর্ব্বোচ সহযোগীতা করেছি। ব্যবসায়ীদের কল্যানে আমরা কাজ করেছি এবং ব্যবসায়ীদের স্বার্থে এই সংগঠনকে এগিয়ে নিয়ে গেছি। যেসব ব্যবসায়ীরা ব্যাংকখাতে ক্ষতিগ্রস্থ আছেন, তাদের ক্ষতি কাটিয়ে ওঠতে পারে তার জন্য আমরা কাজ করেছি। যা প্রক্রিয়াধীন আছে। এটি বাস্তবায়ণ হলে ব্যাংক ঋণে দায়গ্রস্থ অনেক ব্যবসায়ী ঘুরে দাড়াতে পারবে।
এ বিষয়ে অর্ডিনারী সদস্য প্রার্থী ও দৌলতপুর থানা বিএনপির সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন বলেন, এবার উৎসবমুখর পরিবেশে বিজেএর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত নির্বাচন সেলেমেন্টের মাধ্যমে হলেও এবার তা হচ্ছে না, দুটি প্যানেলের মাধ্যমে ভোট হচ্ছে। প্রার্থী ও ভোটাররা উভয়ই এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ গ্রহন করবে। এক প্রশ্নের তিনি আরো জানান, যারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আছে। ব্যাংক ঋণ পাচ্ছে না। সরকারের কিছু নীতিগত সিধান্তের কারণে ব্যবসা স্থগিত হয়ে গেছে। আমরা চাইবো, সরকার ও ব্যাংকের সাথে লবিং করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে। এ বিষয়ে বিজেএর চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ জানান, পাটখাতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকার থেকে একটি পরিপত্র জারি হয়েছে, যা প্রক্রিয়াধীন। এটি নিয়ে আমরা কাজ করছি। বিগত দিনে ব্যবসায়ীদের কল্যানে কাজ করেছি, নির্বাচিত হতে পারলে তাদের স্বার্থরক্ষা ও কল্যানে কাজ করবো।