আজ বিশ্ব ডিম দিবস

খবর বিজ্ঞপ্তি ঃ “ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যে খুলনায় ডিম দিবসের কর্মসূচি আজ ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার। এ উপলক্ষে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১০টায় দপ্তর প্রাঙ্গণে র্যালী ও আলোচনা সভা এবং বেলা ১২:৩০ মিনিটে মদিনানগর, জিরো পয়েন্ট খুলনার কওমী মাদরাসা এতিখানা ও লিল্লাহ বোর্ডেংয়ের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হবে। অপরদিকে, বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র আয়োজনে বিকেল ৪টায় নগরীর ডাল মিল মোড়স্থ সমিতির কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় কবি-সাহিত্যি-শিল্পী-সাংবাদিক ও অন্ধ-প্রতিবন্ধীদের সিদ্ধ ডিম খাওনা হবে। উক্ত সকল অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র পক্ষে সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।