জামায়াতের সমাবেশ ও গণমিছিল আজ শুক্রবার

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। সমাবেশ শেষে শহীদ হাদিস পার্ক থেকে গণমিছিলটি বের হয়ে নগরীর পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়, ফেরীঘাট মোড়, পাওয়ার হাউজ মোড়, সঙ্গিতা মোড় হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ খুলনা মহানগরী ও জেলার হাজার হাজার জনতা অংশ করবে। এ সমাবেশ ও গণমিছিল সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুলনার সকল ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগদানের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।