খুলনায় ই-রিটার্ন ও অডিট নির্দেশনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার : খুলনায় অনুষ্ঠিত হয়েছে “ই-রিটার্ন ও অডিট নির্দেশনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৫”। খুলনা কর আইনজীবী সমিতির আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকালে খুলনা কর কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-১) মোহাম্মদ ফখরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় সার্কেল-১ (কোম্পানিজ) কর অঞ্চল-খুলনার উপ কর কমিশনার মো. নেফাউল ইসলাম সরকার ই-রিটার্ন প্রক্রিয়া, প্রযুক্তিনির্ভর কর দাখিলের সুবিধা এবং অডিট নির্দেশনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খান মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. আওরঙ্গজেব। প্রশিক্ষণ কর্মশালায় সমিতির সিনিয়র সদস্য মো. নজরুল ইসলাম হাওলাদার, শেখ আবুল কাশেম, হারন-অর রশিদ (হেলাল), এসএম শাহ নওয়াজ আলী, মো. আমিনুর রহমান, এসএম নূরুল ইসলাম, অ্যাড. মুজিবর রহমান, অ্যাড. শেখ হারুন অর রশিদ, অ্যাড. এবিএম মোস্তফা জামান, অ্যাড. মো. নজরুল ইসলাম, অ্যাড. সাইদ আহম্মেদ, অ্যাড. গনেশ চন্দ্র সরকার, অ্যাড. এসএম মনিরুজ্জামান মনি, অ্যাড. শারমিন আক্তার লাকি, অ্যাড. প্রহ্লাদ ঘোষ, অ্যাড. কেএম রোকনুজ্জামান, মো. নূরুল হুদা, জিএম সোহাগ শেখ, শেখ মো. শফিকর রহমান, অ্যাড. নাজমুল হদা, মো. আব্দুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ই-রিটার্ন জমাদান প্রক্রিয়ার বাস্তব দিক, কর নিরীক্ষা নির্দেশনা ও ডিজিটাল কর প্রশাসনের কার্যকারিতা সম্পর্কে ধারণা প্রদান করা হয়।