স্থানীয় সংবাদ
যানজট নিরসনের লক্ষ্যে নগরীতে অনিবন্ধনকৃত ইজিবাইক আটক অভিযান : ২৩টি আটক

স্টাফ রিপোর্টারঃ যানজট নিরসনের লক্ষ্যে সোমবার খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারী চালিত ইজিবাইক আটক অভিযান পরিচালিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানের ২য় দিনে বহিরাগত ও অনিবন্ধনকৃত ২৩টি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মল্লিক তাজুল হক, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ দেলওয়ার হোসেনসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। আটককৃত ইজিবাইকগুলো নগরভবনে রাখে। পরে কেএমপি অধ্যাদেশে জরিমানা করে ইজিবাইকগুলো ছেড়ে দেয়া হয়।