ফুলতলা থেকে নিখোঁজ ভ্যানচালক ইয়াসিন গাজীকে পাঁচদিন পর যশোর নতুনহাট থেকে উদ্ধার

# উদ্ধার হয়নি তার ইঞ্জিল চালিত ভ্যানটি
খানজাহান আলী থানা প্রতিনিধি: ফুলতলার যুগ্নিপাশার নিখোঁজ দরিদ্র ভ্যানচালক ইয়াসিন গাজী (১৮)কে যশোর নতুনহাট বাইপাস থেকে উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ। নিখোঁজের পাঁচদিন পর গত ১৯ অক্টোবর রাত ৩ টায় যশোরের নতুনহাট এলাকার একটি বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে ভারসাম্যহীন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ ।
নিখোঁজ ইয়াসিনের প্রতিবেশী সৈয়দ ইফতেখার জামান জানায় ১৯ অক্টোবর রবিবার রাত ৩ টার দিকে যশোর জেলার নতুনহাট বাইপাস এলাকার জনৈক এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের পাশে খড়ের গাধার মধ্যে ভারসাম্যহীন অবস্থায় ইয়াসিন গাজীকে স্থানীয়রা দেখতে পায় । পরে তারা ইয়াসিন গাজীর পরিবারকে মোবাইলে জানালে ফুলতলা থানা পুলিশের সহায়তা তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের একটি চক্র তাকে অচেতন জাতীয় কিছু খাইয়ে তাকে ফেলে রেখে ইঞ্জিন চালিত ভ্যানটি নিয়ে যায়।
ইয়াসিন গাজী গত ১৫/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১ টা ৩০ মিনিটের সময় ফুলতলা থানাধীন যুগ্নিপাশা গ্রামের বসতবাড়ী থেকে ভ্যান চালানোর জন্য বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ইয়াছিন গাজীকে ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হলেও তার ইঞ্জিন চালিত ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ইয়াসিন গাজী ফুলতলার যুগ্নিপাশা গ্রামের মোঃ রওশন আলীর পুত্র। এ বিষয়ে নিখোঁজ ইয়াছিন গাজী নিখোঁজের পর তার মাতা রওশানারা বেগম এ বিষয়ে ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে (জিডি নং: ৭১৬, তারিখ: ১৬/১০/২০২৫)।