৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের সমাবেশ ও র্যালি

স্টাফ রিপোর্টার ঃ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে সমাবেশ ও বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু হয়।এরপর জাতীয় সংগীত এর সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন সমাবেশের সভাপতিত্ব করেন। মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহনগর বিএনপির তিন(৩) সাংগাঠনিক সম্পাদক শেখ সাদী,মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দা নার্গিস আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আসাদুজ্জামান আসাদ,মিরাজুর রহমান, এ্যাড. হালিমা খাতুন, আখতারুজ্জামান সজিব,কাজী আঃ জলিল যুবদল নেতা মোঃ সোহেল মোল্লা,মিজানুর রহমান মিজান,মোঃ কামাল হোসেন,রকিবুল ইসলাম রকিব,আমিন হোসেন মিঠু, খায়রুজ্জামান শামিম, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, এড. বজলুর রহমান রাজ, তামজিদ আহমেদ মিশু, জাহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিববাড়ি জিয়া হল চত্ত্বরে এসে শেষ হয়।মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার যুবদল নেতাকর্মী র্যালিতে অংশগ্রহন করে।



