স্থানীয় সংবাদ

নির্বাচনের আগেই গণভোট এবং তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ৫ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, গণভোটটি হবে আমাদের সমস্ত সংস্কার জুলাই সনদ হিসেবে যেটাকে আমরা একটি প্যাকেজ হিসেবে বিবেচনা করছি। সেটাকে নিয়ে গণভোট হবে। সুতরাং গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার। জনগণ যদি গ্রহণ করে, সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো এবং নির্বাচন হবে। আর জনগণ যদি বাতিল করে দেয়, তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে। নির্বাচনের আগেই গণভোট হবে এবং নির্বাচন তার ভিত্তিতে হবে। তিনি বলেন, জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে। কোনো রাষ্ট্রে জবাবদিহিমূলক সরকার থাকলে ঐ রাষ্ট্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-নির্যাতন, বৈষম্য, অন্যায়-অবিচার চিরতরে বন্ধ হয়ে যায়। এ সময় তিনি খুলনা-৩ সংসদীয় এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। উপস্থিত জনসাধারণকে তিনি প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে খুলনা-৩ সংসদীয় এলাকা মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত থাকবে। প্রতিটি মানুষ স্বাধীনভাবে নাগরিক সকল সুবিধা লাভ করবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে খুলনা-৩ আসনে দৌলতপুর থানাধীন ৫ নং ওয়ার্ডের মোল্লার মোড় ও শেরেবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ৫ নং ওয়ার্ড আমীর জাকির হোসেন, সেক্রেটারি ইবাদত হোসেন, রেজাউল কবির, আশরাফ হোসেন, হাসানুজ্জামান, নিজামুদ্দিন, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ ও রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, জবাবদিহিমূলক সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। জামায়াতে ইসলামী বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।#

আশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ, ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্টো অপহরনকারীরা মেয়েটির পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী কন্যা ছুরাইয়া সুলতানা লাকীকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের লম্পট পুত্র গোলাম কিবরিয়া। কিন্তু এতে সে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরী লাকীকে লম্পট গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। লম্পট কিবরিয়া ও তার সহযোগিরা কিশোরী লাকীকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কিশোরী লাকীর বাবা। যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫। ভুক্তভোগীর পিতা আব্দুর রউফসহ পরিবারে সদস্যরা পরবর্তীতে স্থানীদের মাধ্যমে খবর পেয়ে কিবরিয়ার পরিবারে সাথে অপহরনের বিষয়ে কথা বলতে গেলে তারা তাদের মারপিট করে গুরুতর আহত করে। এছাড়া কিবরিয়া অজ্ঞাত স্থান থেকে লাকীর স্বজনদের কাছে-০১৮৫৫ ৪৪৩৭২০ নাম্বার থেকে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের মেয়ের মাংস মেপে নেওয়ারও হুমকি প্রদান করে সে।
এদিকে, টানা ৮ দিন অতিবাহিত হলেও কিশোরী লাকীর কোন সন্ধান না পেয়ে তার মাতাসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিলম্বে মেয়েটিকে উদ্ধারের দাবিতে তারা সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। মেয়েটি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে পারবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button