স্থানীয় সংবাদ

খালিশপুরের আলোচিত সবুজ খাঁ হত্যা মামলার সহযোগী আসামী আরিফ বাগেরহাট হতে গ্রেপ্তার

# আসামীর স্বীকারোক্তীতে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ #
# পলাতক সাজাপ্রাপ্ত আসামী আরিফের বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকায় পারিবারিক শত্রুতা ও দ্বন্দ্বের বিরোধে প্রকাশ্যে দিবালোকে খুন হওয়া ক্ষুদ্র ডাব বিক্রেতা মো. সবুজ খান হত্যার অন্যতম সহযোগী সাজাপ্রাপ্ত আসামী আরিফ (২৭)’কে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী এলাকায় হতে বুধবার রাতে খালিশপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যাকা-ে সহযোগী হিসাবে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আসামীর দেওয়া তথ্য ও দেখানো অনুসারে পুলিশ হাউজিং বাজারস্থ নূরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ও মামলার অপর আসামী নাজমার বাড়ির উত্তর পাশে পঁচা পুকুরের কচুড়িপনার মধ্য থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি হত্যা মামলাসহ ৯ টি মামলা রয়েছে। উল্লেখিত, মামলা সমূহের মধ্যে ১ টি মাদক মামলায় ৬ মাসের সাজাসহ ২ হাজার টাকা অর্থদ- রয়েছে। বুধবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়, বিষয়টি নিশ্চিত করছেন খালিশপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী। আলোচিত ও চাঞ্চল্যেকর সবুজ খা হত্যাকা- হত্যা মামলার পুলিশ আরিফসহ ৫ আসামীকে গ্রেপ্তার করেছে বলে সূত্রে জানা গেছে। সূত্রে জানা গেছে, তথ্য-উপাত্ত ও প্রযুক্তি ব্যবহার করে খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সবুজ খান হত্যার অন্যতম সহযোগী আসামী আরিফকে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড়স্থ শেখের ডাংগা গ্রামের জনৈক বিল্লাল শেখের ভাড়া বাড়ী থেকে বুধবার গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সবুজ খা হত্যাকা-ে সহযোগী হিসাবে জড়িত থাকার কথা স্বীকার করে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আসামীর দেওয়া তথ্য ও দেখানো অনুসারে পুলিশ হাউজিং বাজারস্থ নূরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ও মামলার অপর আসামী নাজমার বাড়ির উত্তর পাশে পচা পুকুরের কচুড়িপনার মধ্য থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি হত্যা মামলাসহ ৯ টি মামলা রয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম জানান, সবুজ হত্যার অন্যতম আসামী সবুজকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যার দায় স্বীকার করে এবং তার তথ্যনুসারে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করি। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি হত্যা মামলাসহ ৯ টি মামলা রয়েছে। উল্লেখিত, মামলা সমূহের মধ্যে ১ টি মাদক মামলায় পলাতক ৬ মাসের সাজাসহ ২ হাজার টাকা অর্থদ-ের আসামীও তিনি।
এ বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, সবুজ খা খুনের ঘটনায় সম্পৃক্ত সহযোগী এক আসামীকে বাগেরহাট হতে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যার দায় স্বীকার করে এবং তার তথ্যনুসারে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করি। এছাড়া সে একটি মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী, তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ একাধীক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button