আন্তর্জাতিক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া

প্রবাহ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার অংশ হিসেবে পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্ক যত দ্রুত সম্ভব দখল করতে চাইছে রাশিয়া। সুপ্রিম কমান্ডার-ইন-চিফের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, ‘বর্তমানে শহরের অভ্যন্তরে প্রায় ৩১৪ রুশ সেনা অবস্থান করছে এবং সেখানে ঘাঁটি গেড়েছে। গত তিন দিনে পোকরোভস্কে রুশ বাহিনী ২২০ বার আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।’তিনি আরও বলেন, ‘রাশিয়া চায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার আগেই কিছু সামরিক সাফল্য দেখাতে। তাই তারা পোকরোভস্ককে প্রতীকী বিজয় হিসেবে তুলে ধরতে চাইছে।’ যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার প্রতি মাসে প্রায় ২৭ থেকে ২৮ হাজার সেনা হতাহত হয়েছে বলে অনুমান করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এর প্রধান কারণ হিসেবে তিনি ড্রোন ব্যবহারের বৃদ্ধি উল্লেখ করেন। তিনি জানান, দেশীয়ভাবে ম্যাভিক-ধরনের ড্রোনের বৃহৎ উৎপাদন শিগগির শুরু হবে এবং এর জন্য অর্থায়িত চুক্তির প্রস্তুতি চলছে।
টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা
জেলেনস্কি বলেন, ট্রাম্প সম্মতি দিলে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতারা টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করতে প্রস্তুত। পাশাপাশি দীর্ঘ-পাল্লার আরও অস্ত্র পেতে ইউক্রেন আলোচনায় রয়েছে, যা রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা প্রতিরোধে সহায়ক হতে পারে। তিনি জানান, ইউক্রেনীয় বাহিনী কুপিয়ানস্ক এলাকায় অগ্রগতি করছে, তবে ভোভচানস্কের পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ রুশ বাহিনী সেখানে শক্তিবৃদ্ধি করছে। পোকরভস্ক দোনেৎস্ক অঞ্চলের একটি কৌশলগত শহর। শহরটি পতন হলে রাশিয়া দাবি করতে পারবে যে তারা ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, যা ২০২২ সালের আক্রমণের শুরু থেকেই মস্কোর মূল লক্ষ্য।
হাঙ্গেরি-যুক্তরাষ্ট্র যোগাযোগ ও নিষেধাজ্ঞা ইস্যু
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জেলেনস্কি বলেন, তিনি নিশ্চিত অরবান রুশ জ্বালানি ইস্যু নিয়ে কথা বলবেন। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন কোনো আলোচনায় সমর্থন দেবে না, যদি তা বাস্তব ফল ছাড়া কেবল রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে চলে। জেলেনস্কি জানান, ইউক্রেন কাজ করছে যেন ইউরোপীয় বাজারে রুশ তেল প্রবেশ বন্ধ করা যায় এবং মস্কো যাতে জ্বালানি রপ্তানি থেকে মুনাফা অর্জন করতে না পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button