আফগান-পাকিস্তান উত্তেজনা ‘থামাতে’ ইসলামাবাদ যাচ্ছেন তুর্কি মন্ত্রীরা

প্রবাহ ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। গতকাল রোববার আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ কথা জানিয়েছেন। তিনি জানান, তুরস্কের ভূমিকম্প অঞ্চল থেকে গাজায় কন্টেইনার পাঠানোর প্রস্তুতিও চলছে। গাজায় ‘সর্বোচ্চ সহায়তা’ প্রদান করা হবে। এরদোয়ান উল্লেখ করেন, গাজায় জরুরি প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল সাহায্যের বিষয় নয়, বরং মানবতার বিষয়। আজারবাইজানের কারাবাখ বিজয়ের পর ‘শান্তির বাতাস বইছে’ উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক আজারবাইজানের সঙ্গ সমন্বয় করে আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া অনুসরণ করছে। সুদানে চলমান সংঘাতের বিষয়ে তুর্কি নেতা বলেন, তুরস্ক কেবল দর্শক হয়ে থাকতে পারে না এবং দেশটিতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।



