টাঙ্গাইলে আধুনিক বাস টার্মিনাল: পরিকল্পনা আছে, বাস্তবায়ন কবে

টাঙ্গাইল দেশের মধ্যাঞ্চলের অন্যতম ব্যস্ত জেলাশহর। উত্তর ও দক্ষিণবঙ্গের ২৩টি জেলার যানবাহন প্রতিদিন এ জেলার ওপর দিয়ে চলাচল করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রেই নেই আধুনিক বাস টার্মিনাল। আশির দশকে নির্মিত পুরোনো টার্মিনালটি এখন পরিত্যক্ত ঘোষিত, তবু সেখানেই চলছে যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি ও যানবাহনের অবস্থান। ফলাফল-চরম যানজট, বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা ও নাগরিক ভোগান্তি। পরিস্থিতি এমন যে, জেলা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তাতেও প্রায়ই যানজট লেগে থাকে। অসুস্থ রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। শহর পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতার অভাবে এই সংকট ক্রমেই প্রকট হয়ে উঠছে। ২০২২ সালে টাঙ্গাইল পৌরসভা সরকারের কাছ থেকে রাবনা বাইপাসসংলগ্ন এলাকায় প্রায় পাঁচ একর জমি লিজ পেয়েছে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য। কিন্তু তিন বছর কেটে গেলেও প্রকল্পের কাজ শুরু হয়নি। এখনো চলছে মাটি ভরাটের টেন্ডার প্রক্রিয়া। অর্থাৎ পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের গতিপ্রকৃতি শ্লথ ও অস্পষ্ট। জেলা বাস-মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বলছেন, প্রতিদিন ৭০০-৮০০ যানবাহন এ টার্মিনাল ব্যবহার করে। ট্রাক, অটোরিকশা ও ইজি বাইকের জন্য আলাদা স্ট্যান্ড না থাকায় একই স্থানে সব যানবাহনের জট তৈরি হচ্ছে। এটি শুধু যানজটের কারণ নয়, বরং শহরের ব্যবসা, জনস্বাস্থ্য ও জরুরি সেবায়ও নেতিবাচক প্রভাব ফেলছে। পত্রপত্রিকা থেকে জানা গেছে, এটি শহর পরিকল্পনার এক বড় ব্যর্থতা। বহু আগে পরিত্যক্ত ঘোষণা করা সত্ত্বেও পুরোনো টার্মিনালে কার্যক্রম চালু রাখা, এবং নতুন প্রকল্পে দেরি-দুটোই প্রশাসনিক সিদ্ধান্তহীনতার উদাহরণ। সরকারি জমি বরাদ্দের পরও তিন বছর ধরে কাজ না শুরু হওয়া কেবল আমলাতান্ত্রিক জটিলতার নয়, বরং দায়িত্বহীনতারও প্রতিফলন। পৌর প্রশাসনের দাবি, মাটি ভরাটের পর নির্মাণকাজ শুরু হবে। কিন্তু এই ‘পরের ধাপ’-এর আশ^াস বহু বছর ধরে শুনে আসছেন টাঙ্গাইলবাসী। পরিকল্পনার কাগজে সীমাবদ্ধ থাকলে উন্নয়ন কেবল প্রতিশ্রুতির গ-িতেই আটকে যায়। একটি আধুনিক, প্রশস্ত ও সুশৃঙ্খল বাস টার্মিনাল নির্মাণ শুধু শহরের যানজট কমাবে না, বরং নগর ব্যবস্থাপনা, পরিবহন নিরাপত্তা ও নাগরিক জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এখন প্রয়োজন দ্রুত বাস্তবায়নের রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা। উন্নয়ন প্রকল্প কেবল বরাদ্দ বা টেন্ডারে নয়-তার সফলতা নির্ভর করে সময়মতো বাস্তব পদক্ষেপে। টাঙ্গাইলের বাস টার্মিনাল প্রকল্পে সেই পদক্ষেপের সময় এখনই।
