স্থানীয় সংবাদ

খুলনা জেলা পরিষদের নিখোঁজ নথি এক বছর পর উদ্ধার!

স্টাফ রিপোর্টার : দীর্ঘ এক বছরেরও বেশি আগে খুলনা জেলা পরিষদ থেকে নিখোঁজ হওয়া ছয়টি গুরুত্বপূর্ণ নথি সোমবার দুপুরে প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সিনিয়র সহকারী মোঃ শহীদুল ইসলাম খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসলিমা আক্তার বলেছেন, বিষয়টি স্থানীয় সরকার বিভাগ এবং দুদককে জানানো হয়েছে।
জেলা পরিষদের সূত্র জানান, ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছরের উন্নয়ন প্রকল্প সম্পর্কিত নথিগুলি দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান করেছিল। ব্যাপক তল্লাশির পরেও সেই নথিগুলি খুঁজে পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ৫ আগস্ট পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্বৃত্তরা জেলা পরিষদ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা মূল্যবান রেকর্ডপত্র লুটপাট করে পুড়িয়ে দেয়।
নিজের কক্ষ থেকে নথিগুলো উদ্ধার হলেও প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমান দাবি করেছেন, নথিগুলি অফিসের কর্মচারিরা রেখেছিল। কিন্তু তিনি আগে খুঁজে পাননি- এখন পাওয়া গেছে। তবে, এটি “গুরুতর কিছু নয়” বলেও দাবি তার।
সূত্র জানিয়েছে, বিতর্কিত কর্মকর্তা মাহাবুবুর রহমান সাম্প্রতিক বছরগুলিতে একাধিক বদলি আদেশ উপেক্ষা করেছেন। এমনকি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও খুলনায় দায়িত্ব পালন করে চলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button