স্থানীয় সংবাদ

বাগেরহাটে কার্গো জাহাজের ধাক্কায় মৎস্য দপ্তরের পন্টুন ও স্পিডবোট ক্ষতিগ্রস্থ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট পৌরশহরের কেবি মাছ বাজার এলাকায় মৎস্য অধিদপ্তরের নব নির্মিত পল্টুনটি কার্গো জাহাজের ধাক্কায় ভেঙ্গে গেছে। এ সময় পল্টুনে নোঙ্গর করা একটি স্প্রীডবোট দুমড়ে মুচড়ে গেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনার পর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনশেষে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে। পুলিশ ও প্রর্ত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট পৌরসভাধীন দড়াটানা ব্রিজ সংলগ্ন ভৈরব নদীতে মৎস্য অধিদপ্তরের নির্মিত পল্টুনের পাশে নোঙ্গররত গম বোঝাই কার্গো জাহাজ এম ভি সানভি জারিফ নদীতে জোয়ারের স্রোতে শিকল ছিড়ে পল্টুনে সজোরে আঘাত করলে পল্টুন ও পল্টুনে নোঙ্গররত একটি স্পিড বোট দুমড়ে- মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজটি বাগেরহাট বিসিকের গম ব্যবসায়ী ইমদাদ পাইকের গম খালাসের উদ্দেশ্যে সোমবার বিকেলে মৎস্য অধিদপ্তরের পল্টুনের পাশে নোঙ্গর করে । এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক(ডিআইও-১) মোঃ আলাউদ্দিন গাজী বলেন, মৎস্য অধিদপ্তরের নির্মিত পল্টুন টি কার্গোজাহাজের ধাক্কায় ভেঙ্গে ফেলানোর ঘটনায় মৎস অধিদপ্তর বাগেরহাট সদর মডেল থানায় জিডি করেছে। পরবর্ত্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। কার্গো জাহাজটি নোঙ্গররত অবস্থায় আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button