স্থানীয় সংবাদ

সুন্দরবনে হরিণের ফাঁদ ও কীটনাশকসহ ৫ জেলে আটক

স্টাফ রিপোর্টার : পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকা থেকে বন কর্মকর্তারা প্রায় ১০০ কেজি নাইলন হরিণের ফাঁদ, তিন বোতল কীটনাশক এবং বরফ বোঝাই একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় গাতার খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করা হয়। গতকাল সোমবার পৃথকভাবে
এ অভিযান চালানো হয়।
বন বিভাগের সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা বন স্টেশন কর্মকর্তা, বন রেঞ্জার মো. খলিলুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। সোমবার কটকা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বনরক্ষীরা। অভিযানের সময় বনরক্ষীরা একটি নৌকা থেকে প্রচুর পরিমাণে হরিণ শিকারের ফাঁদ, কীটনাশক, বরফ এবং অন্যান্য শিকারের উপকরণ উদ্ধার করে। তবে, বনদপ্তরের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা বনের ভেতরে পালিয়ে যায়। এর আগে গাতার খালে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা পাঁচ জেলে – বায়েজিদ হোসেন, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আল আমিন এবং মুন্নাকে আটক করে। তাদের সকলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের বাসিন্দা।
বনরক্ষী মোঃ খলিলুর রহমান জানান, অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ এবং অবৈধ মাছ ধরার জন্য আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button