স্থানীয় সংবাদ

খানজাহান আলী থানা এলাকাতে অরাজকতা ঠেকাতে পুলিশের তল্লাশি

# নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লকডাউন কর্মসূচি #

সাইফুল্লাহ তারেক ঃ খুলনার খানজাহান আলী থানা এলাকার আইনশৃঙ্খলাবাহিনী অরাজকতা রোধে তৎপর অবস্থানে রয়েছে। বিশেষ মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারির আওতায় থানা সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি অভিযান চলছে।খানজাহান আলী থানার গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে মহাসড়ক সংলগ্ন শিরোমনি বাজার, ফুলবাড়ীগেট , কুয়েট রোড, ডাক্তারবাড়ি, গাফফারফুড মোড়, সেনপাড়া, পথেরবাজার, মশিয়ালী সহ অন্যান্য স্থান। থানা এলাকার চেকপোষ্ট পথেরবাজার, আফিলগেট ও ফুলবাড়ীগেটে এখানে মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশী করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।
এই কর্মসূচি চলাকালীন কোনো ধরনের অরাজকতা যাতে না ঘটে, সেজন্য খানজাহান আলী থানা পুলিশ তল্লাশি অভিযান পরিচালনা করছে, জানা গেছে থানার সূত্রে। খানজাহান আলী থানার ওসি মোঃ তুহিনুজ্জামান বলেন কেএমপি কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক “আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button