আন্তর্জাতিক

গাজার ৯০ শতাংশ গাছপালা ধ্বংস করেছে ইসরায়েল: খান ইউনিসের মেয়র

প্রবাহ ডেস্ক : ইসরায়েলি দখলদার বাহিনীর তা-বে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি গাছপালা ধ্বংস হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মেয়র আলা আল-বাত্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অঞ্চলজুড়ে ইসরায়েলি আক্রমণের ফলে বেশিরভাগ গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে। সঠিক বর্জ্য নিষ্কাশনের জন্য ল্যান্ডফিলে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে। মেয়র আলা আল-বাত্তা আরও বলেন, ‘আমরা একটি সত্যিকারের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। এর ফলে রোগ এবং মহামারী ছড়িয়ে পড়ছে।’ এদিকে, দুই বছরের ইসরায়েলি গণহত্যা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছিল। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button