স্থানীয় সংবাদ

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় রহস্যজনক আগুন

স্টাফ রিপোর্টারঃ খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু বলেন, ”রাত ৩ টার দিকে আগুন জ্বলতে দেখে পানি দেওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।” খুলনা টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, রাত ৩টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “সদর সাব রেজিস্ট্রার অফিসের পাশে অবস্থিত দলিল লেখকদের বসার স্থানে আগুন লাগে। পানির বোতল উদ্ধার করা হয়েছে। মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে কিনা। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।”এ ঘটনায় সদর থানায় জিডি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button