দৌলতপুর থানা শ্রমিক দলের পরিচিতি ও প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী শ্রমিক দল দৌলতপুর থানা শাখার পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা ও আগামী ২১ নভেম্বর থানা শ্রমিক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দৌলত থানা শ্রমিক দলের সভাপতি সরদার আরব আলীর সভাপতিত্বে ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক প্রখ্যাত শ্রমিক নেতা মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব শফিকুল ইসলাম শফি। সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তুহিন, সৈয়দ আনোয়ার হোসেন, থানা সাংগঠনিক সম্পাদক মো. অসিম মোল্লা, নাসির হাওলাদার, মো. বখতিয়ার হাসান, মজিদ খা, মোঃ সিদ্দিকুর রহমান, মো. খোকন মোড়ল, মো. মিঠু, গোলাম কবির,শাহিন খান, আব্দুল মান্নান, কামাল, বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



