স্থানীয় সংবাদ

খুলনার তেরখাদা উপজেলায় চারটি বোমা উদ্ধার

তেরখাদা প্রতিনিধি ঃ খুলনার তেরখাদা উপজেলায় চারটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। একই দিনে উপজেলার মধুপুর এলাকায় ইউপি সদস্যের বাড়ির সামনে তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে তেরখাদা সদর ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রউফ ফকিরের বাড়ির সামনে তিনটি লাল রঙের কৌটা দেখতে পান স্থানীয় বাসিন্দা ওয়ালিদ। প্রতিদিনের মতো কোচিং করানোর উদ্দেশে সকাল সোয়া ছয়টার দিকে তিনি ওই এলাকায় গেলে ঘরের সানসেটের ওপর পলিথিনে মোড়ানো কৌটাগুলো নজরে আসে। কৌটাগুলো বোমা সদৃশ মনে হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর বাইপাস সড়কের পাশে কচুগাছের নিচে আরও একটি লাল কৌটা দেখতে পান এক পথচারী নারী। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে সেটিও উদ্ধার করে। সকালে একই এলাকায় ‘ঢাকা লকডাউন’ শিরোনামে কিছু লিফলেট টানানো অবস্থায় দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করে।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মধুপুর ইউনিয়নের পারহাজিগ্রাম কাটাশিয়া বাজার এলাকায় ইউপি সদস্য বেল্লাল মোল্লার বাড়ির প্রবেশপথে তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের পর আশপাশের লোকজন বাইরে বেরিয়ে এলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখা যায়। কিছুক্ষণ পর পরপর আরও দুটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে পুরো এলাকা কেঁপে ওঠে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পরিত্যক্ত অবস্থায় মোট চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বস্তুগুলো পানিতে ভিজিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঘটনার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ঘটনার পর দুপুরে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। কেন্দ্রীয় বিএনপির নেতা আজিজুল বারী হেলালের ধানের শীষের পোস্টারের ওপর ‘ঢাকা লকডাউন’ বিষয়ক পোস্টার লাগানোর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button