স্থানীয় সংবাদ

সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন

ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৪ নভেম্বর, ৯পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৪
# কার্যনির্বাহী সদস্য চার পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৪ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ট, সুন্দর, শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি ১৪ নভেম্বর শুক্রবার সকালে তাদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন আগামী ২৪ নভেম্বর সোমবার ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ৪টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামী ২৪ নভেম্বর ভোটের দিন বাকি ৯ টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হল মোঃ রুহুল কুদ্দুস লস্কর(চেয়ার), মোঃ হুমায়ুন কবির(আনারস), মোঃ হুমায়ুন কবির সরদার(চাকা), মোঃ শামীম আহম্মেদ(মটরসাইকেল), সহ-সভাপতি পদে ৩জন তারা হলো মোঃ রফিকুল ইসলাম(মই), মোঃ মকবুল হোসেন সরদার(ডাব), মোঃ শরিফুল ইসলাম(তালা-চাবি), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪জন তারা হলো মোঃ মনজুরুল ইমাম(ঘোড়া), মোঃ এরশাদ আকুঞ্জী (ফুটবল), মোঃ সোহেল ফারাজী(গরুর গাড়ি), মোঃ মফিজুর রহমান(গোলাপফুল), সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫জন তারা হলো মোঃ মোমিনুল ইসলাম টিটুল(বই), মোঃ আবু সাঈদ ফারাজী(বাইসাইকেল), মোঃ রাজা গাজী(দোয়াত-কলম), মোঃ কুদ্দুস ফারাজী(মাছ), মোঃ মুকুল সরদার(কাপ-পিরিচ), সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২জন তারা হলো মোঃ রানা আকুঞ্জী(মোরগ),মোঃ আতিয়ার রহমান(হাতুড়ী), কোষাধক্ষ পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো এফ. এম তৌহিদুল ইসলাম(খেজুর গাছ) ও মোঃ জসিম সরদার(হাতপাখা), প্রচার সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো মোঃ রেজাউল শেখ(বক), মোঃ হানিফ শেখ(ঘড়ি), মোঃ নাঈম(গাভী), মোঃ একলাজ মাতব্বর(টেবিল ফ্যান)। বাজারের মোট ২৬৩জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য বাজারের নেতা নির্বাচিত করবেন।
সমিতির কার্যনির্বাহী সদস্য চারটি পদেই বিনাপ্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন মোঃ রায়হান শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ রানা ও মোঃ ফেরদাউস।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মামুন মোরশেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, বোরহান সরদার সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে ২০২২ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচিতরা তাদের মেয়াদ শেষ করে ৫ আগস্ট পরবর্তী একটি অ্যাডহক কমিটি করে। এ্যাডহক কমিটি পথের বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে ৪ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। আগামী ২৪ নভেম্বর সোমবার নির্বাচিত অনুষ্ঠিত হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button