আন্তর্জাতিক

ইসলামাবাদে বোমা হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান

প্রবাহ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার কর্তৃপক্ষের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার আদালত ভবনের বাইরে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এই হামলায় ১২ জন নিহত এবং ৩৭ জন আহত হন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানে অবস্থিত হাইকমান্ড থেকে প্রতিটি পদক্ষেপে নেটওয়ার্কটিকে পরিচালনা এবং নির্দেশনা দেওয়া হতো। তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্য প্রকাশ এবং গ্রেপ্তারের আশা করা হচ্ছে।’ গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সিনেটে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী একজন আফগান ছিলেন। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের তীব্র অবনতির মধ্যে এই অভিযোগগুলো এসেছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে হামলা বৃদ্ধির জন্য পাকিস্তান আফগান-ভিত্তিক সশস্ত্র যোদ্ধাদের – বিশেষ করে টিটিপিকে দায়ী করছে। তবে কাবুল অভিযোগ অস্বীকার করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button