আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা ট্রাম্পের

প্রবাহ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে আলোচনার একদিন আগে ট্রাম্প এ ঘোষণা দিলেন। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন ট্রাম্প, ‘তারা আমাদের ঘনিষ্ঠ মিত্র, তাদের কাছে আমরা এফ-৩৫ বিক্রি করব।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। তিনি আরও বলেন, রিয়াদ দীর্ঘদিন ধরে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চাইছে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যে কেবল ইসরাইলের কাছে রয়েছে। ইসরাইলি কর্মকর্তারা সৌদি আরবের কাছে বিমান বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একটি সূত্র অনুযায়ী, পূর্বের বিতর্কের পরিপ্রেক্ষিতে, ডোনাল্ড ট্রাম্প এবং যুবরাজ বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা গেছে। বিশে^র শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি সৌদি আরব। তারা বলেছে, তারা জীবাশ্ম জ্বালানি থেকে বৈচিত্র্য আনতে চায় এবং তথাকথিত ‘১২৩ চুক্তি’ থেকে প্রাপ্ত উন্নত মার্কিন প্রযুক্তির সন্ধান করছে। কিন্তু এই ধরনের চুক্তিগুলো পরমাণু বিস্তারের বিরুদ্ধে কঠোর নিয়মের আওতায় রয়েছে এবং কংগ্রেসের কাছ থেকে আশা করা যায় যে কোনও পূর্ণাঙ্গ চুক্তি যাচাই-বাছাই করা হবে। সৌদি আরব বলেছে, তারা পারমাণবিক অস্ত্র চাইছে না এবং সম্প্রতি তারা পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে একটি বর্ধিত প্রতিরক্ষা অংশীদারিত্বে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত কেবল তার নিকটতম মিত্রদের কাছে এফ-৩৫ বিক্রির অনুমতি দিয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় ন্যাটো মিত্র এবং ইসরাইলও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button