আন্তর্জাতিক

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা ইরানের

প্রবাহ ডেস্ক : সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা দিয়েছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রী ঈসমাইল খাতিব বলেছেন, ইরানের শত্রুরা খামেনিকে হত্যার চেষ্টার পরিকল্পনা করছে। তিনি বলেন, “শত্রুরা সুপ্রিম নেতাকে টার্গেট করতে চায়। মাঝে মাঝে গুপ্তহত্যার চেষ্টার মাধ্যমে। মাঝে মাঝে নাশকতার মাধ্যমে।” আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে এ মুহূর্তে কোনো পরিকল্পনা করা হচ্ছে কি না সেটি স্পষ্ট করে বলেননি এ মন্ত্রী। ইরান সম্প্রতি প্রায়ই খামেনির ওপর হামলা নিয়ে বার্তা দিচ্ছে। চলতি বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী ছিল। এই যুদ্ধের আগে আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা চালানো হতে পারে এমন বিবৃতি ইরান খুব কমই দিত। গোয়েন্দামন্ত্রী বলেন, “যারা সুপ্রিম নেতার ক্ষতির জন্য কাজ করে। জেনে বা না জেনে, তারা আসলে শত্রুদের গুপ্তঘাতক হিসেবে কাজ করে।” ১২ দিনের ওই যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে প্রায় সবার ওপর হামলা চালায়। এরপর তেহরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করেও ইসরায়েল হামলা চালাতে চেয়েছিল বলে শোনা যায়। তবে এতে ভেটো দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সময় হামলার পরিকল্পনার কথা স্বীকার করেননি। তবে এ দখলদার বলেছিলেন, যদি খামেনির মৃত্যু হয় তাহলে যুদ্ধ থেমে যাবে। অপরদিকে ট্রাম্প বলেছিলেন, খামেনি তাদের জন্য সহজ টার্গেট। কিন্তু তারা তাকে হত্যা করবেন না। অন্তত এ মুহূর্তে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button